• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : বিআইডব্লিউটিএ‍‍`র হটলাইন চালু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৬:৪১ পিএম
শীতলক্ষ্যায় লঞ্চডুবি : বিআইডব্লিউটিএ‍‍`র হটলাইন চালু
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে এম এল আফসার উদ্দিন নামে একটি লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত এক শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঘটা ওই দুর্ঘটনার পর কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বিত অভিযানে ছয় মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে লঞ্চডুবির ঘটনায় জরুরি যোগাযোগ রক্ষার্থে বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

যেকোনো প্রয়োজনে হটলাইন নং -১৬১১৩, টেলিফোন +৮৮২২২৩৩৫২৩০৬ ও মোবাইল ফোন +৮৮০১৯৫৮৬৫৮২১৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে দুপুর আড়াইটার দিকে বন্দর থানার আল আমিননগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। এরপর অভিযানে চালিয়ে এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Link copied!